নদ-নদী: ইসলামপুর ইউপিতে কোন নদী নেই। তবে একটি ২ টি খাল রয়েছে ১ টি ডামুড্যা নদী থেকে ইসলামপুর ইউনিয়নের পাশ দিয়ে আরিয়াল খা নদীতে মিলিত হয়েছে। অপরটি ডামুড্যা থেকে ইসলামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দিয়ে বুড়ির হাট মিলিত হয়েছে।
খালের নামঃ
০১। পশ্চিমে কানাইকাটি খাল
০২। দক্ষিনে এড়িকাটি খাল
বিলের নামঃ
০১। এড়িকাটি বিল
০২। কানাইকাটি পূর্ব বিল
০৩। ইসলামপুর ইউনিয়ন বিল।
০৪। বাহান বিল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস