এককালে ইসলামপুর ইউনিয়ন টি ছিল কনেশ্বর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড। ১৯৯৬৫-১৯৯৬ সালে এ ইউনিয়নটি কনেশ্বর থেকে ভাগ হয়। এখন এ ইউনিয়নের নাম হয় ইসললামপুর।
ইসলামপুর ইউনিয়নে দর্শনিয় কোন যায়গা নেই। এই ইউনিয়ন খুবই ছোট। বর্তমানে ইসলামপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৬৩৯। এই ইউনিয়নের লোকালয় পথ মোটামটি আছে।ইসলামপুর ইউনিয়ে ০৬ টি প্রাইমারী স্কুল আছে। ০১টি হাফেজিয়া মাদ্রাসা ও ০৪টি হিন্দু সম্প্রদায়ের মন্দির আছে। ডামুড্যা থেকে ০৪ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইসলামপুর ইউনিয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস